নেটিস রাউটার সেটাপ করার নিয়ম ২০২৪ । how to setup netis router 2024

বর্তমানে যত দিন যাচ্ছে প্রযুক্তি ব্যাবহার তত বেশি বৃদ্ধি পাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে আগামি কয়েক বছরের মধ্যে আমাদের পুরা পৃথীবী প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বে । বর্তমানে প্রযুক্তি খাতকে উন্নত করছে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ও পণ্য গুলি । আমাদের দেশে ইন্টারনেট ব্যাবহারে সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে রাউটার । বিভিন্ন ব্রডব্যান্ড থেকে আমরা লাইন নিয়ে সেটি রাউটারের মাধ্যমে ওয়ারেলেস প্রযুক্তি হিসাবে ব্যাবহার করে থাকি ।

বর্তমানে আমাদের দেশে বেশিরভাগ লোকজন নেটিস রাউটার ব্যাবহার করে থাকে কিন্তু তারা জানে না কিভাবে এটি পরিচালনা করতে হয় বা সেটাপ করতে হয় । আজকে আমরা নেটিস রাউটার সেটাপ করার নিয়ম ও এর বিভিন্ন সেটিং সম্পকে জানবো ।

আপনি কি জানেন কম টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের ইন্টারনেট সেবার ওয়ারলেসের দিক থেকে নেটিস রাউটার বেশি দূরে ইন্টারনেট সেবা দিচ্ছে । অপর দিকে দেখা যাচ্ছে অন্য সকল রাউটার দামের দিক দিয়ে নেটিস এর চেয়ে অনেক বেশি কিন্তু সেবার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে ।

বাজারে অন্য সকল রাউটার সেটাপের চেয়ে নেটিস রাউটার সেটাপ করতে সবচেয়ে বেশি সহজ । অনেকে এই রাউটার সেটাপ করা অনেক বেশি ঝামেলার মনে করে থাকে কিন্তু তারা জানে না এই রাউটার কোন প্রকার ঝামেলা বিহীন সেটাপ হয়ে থাকে । তাহলে চলুন নেটিস রাউটার কনফিগ করার নিয়ম ও বিভিন্ন সেটিং সম্পকে জেনে নেই ।

 

কিভাবে নেটিস রাউটার সেটাপ করতে হয়

নতুন নেটিস রাউটার সেটাপ করতে চাইলে আপনাকে বেশ কয়েকটি বিষয় লক্ষ করতে হবে আই এস পি হতে আইপি ও পোর্ট নিতে হবে অথবা ইউজার নেম ও পাসওয়ার্ড নিতে হবে তাহলে আপনি নিজে নিজে সেটাপ করতে পারবেন । আইএসপি হতে সংযোগ নেওয়ার পরে পরে অনুতে প্যাচকডের মাধ্যমে সংযোগ প্রদান করতে হবে এর পরে সেখান থেকে নেতিস রাউটারে ল্যানপোর্টে প্রবেশ করাতে হবে এবং রাউতারের পাওয়ার অন করতে হবে । এরপরে সেটাপ করতে হবে ।

  • প্রথমে নেটিস রাউটারের ডিফল্ড পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে ।
  • 192.168.1.1 অথবা netis.cc  ব্রাউজারের এড্রেস বারে টাইপ করতে হবে । সেখানে আপনার রাউটারের ডিফল্ড ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে একটি ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন
  • এখন আপনাকে আই এস পি হতে কি ধরনের আইপি দিয়েছে সেটির উপর নির্ভর করে কনফিগ করতে হবে ।যদি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে তাপলে পিপিপি তে সেটাপ সেটাপ করতে হবে আইপি দিলে স্ট্যাটিস আইপি তে সেটাপ করতে হবে ।
  • নিচে আপনার ওয়ারলেসের ইউজার নেম ও পাসওয়ার্ড দেখতে পাবেন যদি পরিবর্তন করতে চান তাহলে সেখান থেকে চেঞ্জ করতে পারবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নেট কানেকশন চলে আসবে ।

বগুড়া ডিসি অফিস নিয়োগ

কিভাবে নেটিস রাউটার ম্যাক ফিল্টারিং করতে হয়

আপনি যদি মনে করে থাকেন চুরি করে আপনার ওয়াইফাই ব্যাবহার করতেছে তাহলে তাদের জন্য আপনি ম্যাক ফিল্টারিং চালু করে রাখতে পারেন তাহলে দেখা যাবে আপনি যাদের ম্যাক ফিল্টারিং করে রাখবেন শুধু মাত্র তারাই ইন্টারনেত ব্যাবহার করতে পারবে । নিম্নে ম্যাক এড্রেস সেটাপ করার নিয়ম দেওয়া হলো

নেটিস রাউটার সেটাপ করার নিয়ম
নেটিস রাউটার সেটাপ করার নিয়ম
  • প্রথমে নেটিস এডমিন প্যানেলে প্রবেশ করতে হবে ।
  • এডমিন প্যানেল থেকে ওয়ারলেস অপশনে ক্লিক করতে হবে সেখানে ম্যাক ফিল্টার নামে অপশন পাবেন সেটিতে ক্লিক করতে হবে ।
  • সেখানে আপনি ম্যাক ফিল্টারিং ইনেবল করে দিবেন এবং পারমিটেড কানেকশন ফর ম্যাক এড্রেস লিস্টেড দিয়ে সেভ করবেন ।
  • উপরের ছবির মতো দ্বিতীয় ধাপে ডেস্ক্রিপশন নাম ও ম্যাক এড্রেস সিয়ে সেভ দিবেন তাহলে আপনার ম্যাক সেটাপ শেষ হয়ে গেল ।
  • এছাড়া আপনি যদি চান লিস্টকৃত ম্যাক কেটে দিবেন তাহলে আপনি মদিফাইল থেকে কেটে দিতে পারবেন ।

 

কিভাবে নেটিস রাউটার আপডেট করতে হয়

ওয়াইফাই চালাতে যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নেটিস রাউটার খুব সহজেই আপডেট করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া । নেটিস রাউটার আপডেট করার জন্য নেটিস এর ওয়েবসাইট হতে ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটি কন্টোল প্যানেলে ব্যাকআপ হিসাবে আপলোড করতে হবে তাহলে আপডেট হয়ে যাবে ।

 

কিভাবে নেটিস রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়

নেটিস রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করা জন্য প্রথমে নেটিস এডমিন প্যানেলে প্রবেশ করতে হতে হবে সেখান সিস্টেম টুল এরিয়াতে সিকিরুটি প্যানেলে প্রবেশ করতে হবে এবং আপনার পুরাতন ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে এরপরে নতুন ইউজার ও পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে ।

Leave a Comment