ব্র্যাক ব্যাংক আগামি সেভার একাউন্ট খোলার নিয়ম

প্রতিনিয়ত টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক একাউন্ট এখন গুরুত্বপূন্য ভূমিকা পালন করছে । ছাত্রদের ক্ষেত্রে কম খরচে টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক একাউন্ট গুরুত্বপূন্য ভূমিকা পালন করে থাকে । এছাড়া অনেকে আছে বিনামূল্যে ব্যাংক একাউন্ট লেনদেন করতে চান তাদের জন্য ব্র্যাক ব্যাংক নিয়ে এসেছে আগামি সেভার একাউন্ট । আপনি এই একাউন্ট মাধ্যেমে বিনামূলে সকল ধরনের লেনদেন করতে পারবেন কোন ধরনের বার্ষিক চার্জ দিতে হবে না । আগামি সেভার  একাউন্ট ব্র্যাক এমন একটি একাউন্ট যেখানে শুধু মাত্র ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে । আপনি পল্লি আইটি ব্লগে দেখতে চলেছেন কিভাবে ব্র্যাক ব্যাংক আগামি সেভার  একাউন্ট খুলবেন ।

আগামি সেভার একাউন্ট  সুবিধা সমূহ

আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তবে আগামি সেভার একাউন্ট খুলতে পারবেন । নিম্নে ব্র্যাক ব্যাংক আগামি সেভার একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • আগামি সেভার একাউন্ট কোন ধরনের মেইনটেন্স ফি নাই ।
  • কোন ধরনের কার্ড ফি নাই
  • এছাড়া এসএমএস ফি নাই । এক কথাই কোন ধরনের ফি থাকছে না এই একাউন্ট চালাতে
  • ঘরে বসে একাউন্ট করতে পারবেন
  • সাথে পাচ্ছেন একটি ডুয়েল  কারেন্সি ভিসা কার্ড । যেটি দিয়ে যেকোন ধরনের ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন ।
  • এছাড়া আপনি পাচ্ছেন ডেইলি এমাউন্ট এর উপর ইন্টারেস্ট ।

আগামি সেভার একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে

ব্র্যাক ব্যাংক আগামি সেভার  একাউন্ট শুধুমাত্র আমাদের দেশের ১৮ থেকে ২৪ বছরের মধ্যে যাদের বয়স এবং বর্তমানে লেখাপড়া করছে শুধু মাত্র সে সকল ব্যাক্তি একাউন্ট খুলতে পারবেন । এই একাউন্ট ছাত্র  ব্যাতীত অন্য কেউ চালু করতে পারবে না ।আগামি সেভার একাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত সনদ ও স্টুদেন্ট আইডি কার্ড
  • ইনকাম ডিক্লারেন্স
  • নমিনি জাতীয় পরিচয় পত্র
  • নমিনির এক কপি ছবি
  • ইউটিলিটি বিল কপি
  • এড্রেস ভেরিফিকেশন জন্য পাসপোর্ট ,জন্মনিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স কপি অথবা ব্যাংক কর্মকর্তা দ্বারা ভিজিট রিপোর্ট ।

এই সকল ডকুমেন্ট থাকলে আপনি ব্র্যাক যেকোন শাখা থেকে একাউন্ট করে নিতে পারবেন অথবা সরাসরি অনলাইনের মাধ্যেমে আপনি একাউন্ট করে নিতে পারবেন ।

পাসপোর্ট চেক করার নিয়ম

ব্র্যাক ব্যাংক এড্রেস ভেরিফাই করতে কি কি কাগজপত্র লাগে

কোন ব্যাক্তি যদি ব্র্যাক ব্যাংক একাউন্ট করতে চায় তাহলে তার ঠিকানা যাচাই করা হয় ব্যাংক কর্মকর্তা দ্বারা । যার ফলে সে যে ঠিকানা দিচ্ছে সেটা সঠিক কিনা সেটা যাচাই করা হয় একজন ব্যাংক কর্মকর্তা মাধ্যমে । এছাড়া আপনি চাইলে আরো ৩ টি উপায়ে ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার জন্য ঠিকানা যাচাই করে নিতে পারেন । নিম্নে সেগুলো প্রকাশ করা হলোঃ

  • পাসপোর্ট মাধ্যমে । আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী যদি পাসপোর্ট করে থাকেন তাহলে এড্রেস ভেরিফাই লাগবে না
  • জন্ম নিবন্ধন  মাধ্যমে আপনি ঠিকানা যাচাই করে নিতে পারবেন
  • ড্রাইভিং লাইসেন্স দেওয়া থিকানা ব্যাবহার করলে এড্রেস যাচাই করতে হবে না ।

 

ব্র্যাক ব্যাংক আগামি সেভার একাউন্ট খোলার নিয়ম

ব্র্যাক ব্যাংক আগামী সেভার একাউন্ট খুলতে চাইলে আপনি দুই ভাবে খুলতে পারবেন একটি ব্রাঞ্জে যোগাযোগ করে অন্যটি অনলাইনের মাধ্যমে । এখন আপনারা চাইলে ব্রাক ব্যাংক সকল একাউন্ট অনলাইনের মাধ্যেমে চালু করতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়া ।

আজকে প্রথমে আমরা জানবো কিভাবে ব্রাঞ্জে গিয়ে একাউন্ট করতে হয় ও কি কি কাগজপত্র লাগে ।

 

ব্র্যাক ব্যাংক আগামি সেভার একাউন্ট
ব্র্যাক ব্যাংক আগামি সেভার একাউন্ট

 

উপরে আপনারা যে ফরম দেখতে পেলেন ব্রাঞ্জে গিয়ে সেটি আগে পূরন করতে হবে । এরপরে তারা আপনার তথ্য যাচাই করে দেখবে এবং একাউন্ট নাম্বার এসএমএস করে পাঠাবে ।

 

উপরে আমরা অফলাইনের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পকে জানলাম এখন আমরা আনলাইনের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানবো কিভাবে সেটি খুলতে হয় ।

অনলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক একাউন্ট করার জন্য আপনাকে https://eaccount.bracbank.com/onboarding এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে নিজের এন আইডি তথ্য দিয়ে সাবমিট দিতে হবে হবে কোন ধরনের একাউন্ট করতে চাচ্ছেন সেটির বিস্তারিত তথ্য প্রদান করার পরে ঠিকানা ও নমিনির থথ্য দিতে হবে সকল তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি কিছু সময়ের মধ্যে একাউন্ট নাম্বার পেয়ে যাবে

যদি একাউন্ট তথ্য ভুল থাকে তাহলে একাউন্ট হোল্ড করা হবে আপনি তাসের হেল্প লাইন নাম্ব্রে যোগাযোগ করে একাউট ঠিক করে নিতে পারবেন ।

 

Leave a Comment